যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রুয়ান্ডা ও ডিআর কঙ্গোর নেতারা ওয়াশিংটনে পৌঁছেছেন। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকের পর তাঁরা শান্তি ও অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করবেন। এই চুক্তি পূর্ব কঙ্গোর দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ করতে এবং পশ্চিমা খনিজ বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে।
কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টশিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে জুন মাসে ওয়াশিংটন অ্যাকর্ড সই করেন। নভেম্বরে কাতারে ফ্রেমওয়ার্ক চুক্তি হয়। এবার চূড়ান্ত চুক্তি সইয়ে কঙ্গোর উত্তর কিভুতে এম২৩ বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্য।
ট্রাম্পের ব্রোকারড চুক্তি চীনের প্রভাব কমাতে সাহায্য করবে। কঙ্গোর খনিজ সম্পদ পশ্চিমা কোম্পানির জন্য খুলে দেওয়া হবে।
কঙ্গোর সরকার বলছে, এম২৩ রুয়ান্ডার সমর্থনে যুদ্ধ চালাচ্ছে। জাতিসংঘ বলছে, জুলাইয়ে ৩১৯ নাগরিক নিহত।







