রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, তাহলে রাশিয়া ‘প্রস্তুত’। ইউক্রেন যুদ্ধে শান্তি চুক্তি ব্যর্থ করার অভিযোগ তুলে তিনি বলেন, “ইউরোপীয় নেতারা সময় নষ্ট করছে। আমরা শান্তি চাই, কিন্তু প্রয়োজনে যুদ্ধ করতেও প্রস্তুত।”
এই হুমকি এসেছে মস্কোয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের আগে। ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পুতিন বলেন, ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করা হবে এবং বন্দর ও জাহাজে হামলা বাড়বে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সিবিহা এক্সে বলেন, “পুতিনের হুমকি দেখাচ্ছে তিনি যুদ্ধ শেষ করতে চান না। ইউরোপীয় নেতারা শান্তি চায়, কিন্তু মস্কো সময় নষ্ট করছে। এখন যুদ্ধের উৎসকে থামানোর সময়।”
পুতিনের বক্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “আমি উইটকফের সঙ্গে বৈঠকের পর খবর পাব। ট্রাম্পের সঙ্গে আবার দেখা করতে প্রস্তুত। শান্তি চাই, কিন্তু ন্যায়সঙ্গত শর্তে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের পোক্রোভস্ক শহর দখল করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, শহরের উত্তরাংশ এখনো তাদের নিয়ন্ত্রণে।
সূত্র- আলজাজিরা







