হামাসের বিদেশে অবস্থানরত প্রধান খালেদ মেশাল বলেছেন, গাজায় যুদ্ধ ফিরে না আসার নিশ্চয়তা পেলে তারা অস্ত্র রেখে দিতে রাজি। তবে অস্ত্র সমর্পণের প্রক্রিয়ায় হামাসের মতামত থাকতে হবে।
আল জাজিরার মাওয়াজিন অনুষ্ঠানে মেশাল বলেন, “আমরা চাই ৭-১০ বছরের দীর্ঘ যুদ্ধবিরতি। অস্ত্র লুকিয়ে রাখা বা ব্যবহার না করার নিশ্চয়তা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু জোর করে অস্ত্র কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।”
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে জানিয়ে বলেন, “প্র্যাগম্যাটিক আমেরিকান দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের প্রস্তাব গ্রহণ করলে শান্তি সম্ভব।”
প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হচ্ছে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের প্রত্যাহার, ফিলিস্তিনি অস্ত্র সমর্পণ ও যুদ্ধের আনুষ্ঠানিক অবসান নিয়ে আলোচনা হবে। গাজা সরকারি মিডিয়া অফিস বলছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল ৭০০ বার লঙ্ঘন করেছে।
হামাস ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদায় গঠিত হয়। কাসেম ব্রিগেডস তাদের সশস্ত্র শাখা। ২০০৬ সালে নির্বাচনে জিতে ২০০৭ থেকে গাজা শাসন করছে।
সূত্র- আলজাজিরা







