মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “এই ৩৩ পৃষ্ঠার নথিতে যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, তা আমাদের অবস্থানের সঙ্গে অনেকটাই মিলে যায়।”
নথিতে রাশিয়াকে হুমকি হিসেবে দেখা হয়নি। বরং ইউরোপকে “সভ্যতাগত বিলুপ্তির” মুখে দাঁড়ানো বলে বর্ণনা করা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ, বিদেশি প্রভাব রোধ এবং ইউরোপীয় ইউনিয়নের “সেন্সরশিপ” প্রত্যাখ্যানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই ভাষাকে “ক্রেমলিনের প্রতিধ্বনি” বলে সমালোচনা করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মতপ্রকাশের স্বাধীনিতা নিয়ে এমন অবস্থান আমাদের জন্য অগ্রহণযোগ্য।”
নথিতে দেশপ্রেমিক ইউরোপীয় দলগুলোর উত্থানকে স্বাগত জানানো হয়েছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ইঙ্গিতও রয়েছে।
সূত্র- বিবিসি







