‘প্রতিবেশী দেশ গণতন্ত্র ধ্বংসে সহায়তা করেছে, শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে’: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সরাসরি সহযোগিতা করেছে। তিনটি বিতর্কিত নির্বাচনকে ‘সফল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা দেশের জনগণের পাশে না দাঁড়িয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিয়েছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটির’ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

‘তামাশার নির্বাচন সফল মেনে শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে’

ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, প্রতিবেশী দেশটি বাংলাদেশে অনুষ্ঠিত “তিনটি তামাশার নির্বাচনের পরও সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে।” তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় তারা “শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে”, যা চূড়ান্তভাবে প্রমাণ করে যে তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, খুনি সরকারকে বিদায় করা হয়েছে, কিন্তু কাজ এখানে শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ক্ষমতায় গেলে শহীদ পরিবারকে পুনর্বাসন ও সহায়তা

বিএনপির এই নেতা গত ১৭ বছরে দলের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

দুদু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে শহীদ ও আহত পরিবারগুলোর জন্য সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং সরকার গঠনের পর এই উদ্যোগ আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ নেবে।

তিনি বর্তমান সময়ে বিএনপির ওপর দায় চাপানোর প্রবণতা প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি এখন ক্ষমতায় নেই, এমপি নেই, সরকার নেই—তাই দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত।

তিনি সম্প্রতি তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারেরও প্রশংসা করে সেটিকে দেশের সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরার ক্ষেত্রে ‘অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী’ বলে অভিহিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top