শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে আফগানিস্তানকে ২ উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকালের এই জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা ২-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথমে বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পর, ব্যাটিংয়ে এক নাটকীয় ধস সামলে নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলামের ব্যাটে ভর করে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে।
নাটকীয়তায় মোড়ানো বাংলাদেশের ইনিংস
বাংলাদেশের শুরুটা ছিল বিপর্যয়কর। আগের ম্যাচের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের বিদায়ের পর সাইফ হাসানও দ্রুত ফিরে গেলে ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেই কঠিন সময়ে দলের হাল ধরেন জাকের আলী ও শামীম হোসেন। এই দুই তরুণের ব্যাট থেকে আসে মহামূল্যবান ৫৬ রানের জুটি। টানা খারাপ সময়ের পর জাকের আলী ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করে আউট হন। শামীমও ২২ বলে ৩৩ রান করে ফেরেন।
তবে এই জুটি ভাঙতেই আবারও ছন্দপতন। ১০২ থেকে ১২৯—এই ২৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ ১২ বলে ১৯ রানের প্রয়োজন ছিল, হাতে মাত্র ২ উইকেট। সেখান থেকে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন নুরুল হাসান সোহান। তিনি মাত্র ২১ বলে ৩ ছক্কা ও ১ চারের সাহায্যে ৩১ রানের এক অপরাজিত ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন শরীফুল ইসলাম। ১৯তম ওভারে এই জুটি ১৭ রান তুলে নেয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২০তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরীফুল।
বল হাতে দাপট শরীফুলের
ম্যাচসেরা হওয়া শরীফুল ইসলাম ব্যাট হাতে ১১* রান করার আগে বল হাতেও ছিলেন দারুণ মিতব্যয়ী। নিজের ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে তিনি ১টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ডেথ ওভারে তার দুর্দান্ত ইয়র্কারে আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ বোল্ড হন, যা আফগানদের দেড়শ পার হওয়ার পথ কঠিন করে তোলে।
এছাড়াও, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দুজনেই ২টি করে উইকেট নিয়ে আফগানদের ১৪৭ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান (৩৭ বলে ৩৮) এবং রহমানুল্লাহ গুরবাজ (২২ বলে ৩০)।
জয়ে নতুন সমীকরণ
এই জয়টি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা তৃতীয় জয়। চলমান সিরিজের প্রথম দুই ম্যাচের বাইরে তারা গত মাসে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও আফগানদের পরাজিত করেছিল। এই জয়ের ফলে দুই দলের মধ্যকার ১৫ ম্যাচের মুখোমুখি লড়াইয়ের স্কোরলাইন এখন বাংলাদেশ ৮, আফগানিস্তান ৭। শেষ ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা।