গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট ও খাদ্য ঘাটতির মধ্যে এবার মার্কিন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত একটি প্রতিনিধিদল নিয়ে অঞ্চলটিতে পৌঁছেছেন। উদ্দেশ্য—সরাসরি ত্রাণ কার্যক্রম ও সংকটপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করা।
বিশেষ এই সফরটি এমন সময়ে হচ্ছে, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে ‘ক্ষুধার কৌশল’ প্রয়োগ করে গাজার জনগণকে জিম্মি করে রাখার অভিযোগ তুলছে। এসব সংস্থার দাবি, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ রেখে ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করছে।
ট্রাম্পের দূত জানিয়েছেন, গাজার মানুষের দুর্ভোগ লাঘবে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং এর জন্য যেসব সংস্থা বাস্তব ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় তারা। গাজায় প্রবেশের আগে প্রতিনিধি দলটি কায়রো ও তেলআভিভে আলোচনায় অংশ নেয়।
এদিকে ইসরায়েল দাবি করছে, তারা গাজায় সামরিক হুমকি মোকাবেলার অংশ হিসেবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সহায়তা সরবরাহ নিয়ন্ত্রণ করছে। তবে জাতিসংঘসহ অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে, গাজায় খাদ্য এবং ওষুধের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
গাজায় কর্মরত এক আন্তর্জাতিক ত্রাণকর্মী বলেন, “আমরা শিশুদের অপুষ্টিতে ভোগা, রোগে আক্রান্ত হওয়া এবং মানসিকভাবে বিধ্বস্ত হওয়া দেখতে পাচ্ছি। এখনই মানবিক সহায়তা পৌঁছানো না গেলে এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।” সূত্র- আলজাজিরা