গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ: প্রতি ১০ শিশুর ১ জন অপুষ্টিতে ভুগছে
ইসরায়েলের অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের Palestinian সহায়তা সংস্থা UNRWA। সংস্থাটির ক্লিনিকে পরীক্ষা করা প্রতি ১০টি শিশুর মধ্যে ১ জন মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদিকে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গতকাল অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শাতি শরণার্থী শিবিরে ২৩ জন এবং রাফাহর GHF সহায়তা কেন্দ্রের কাছে ২ জন রয়েছেন।