ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটের আয়োজনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধারাবাহিকতায় আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, এই সমন্বয় সভার মূল উদ্দেশ্য হলো নির্বাচনের সময় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং মাঠপর্যায়ে শৃঙ্খলার একটি সুসংহত রূপরেখা প্রণয়ন করা।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে এই দ্বিমুখী সভা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ভাগে তথা দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধান নির্বাচন কমিশনার। এই সভায় মূলত নির্বাচনের ক্রান্তিকালে সশস্ত্র বাহিনীর মোতায়েন, কৌশলগত নিরাপত্তা এবং মাঠপর্যায়ে তাদের ভূমিকার বিষয়টি প্রাধান্য পাবে। এরপর সামান্য বিরতি দিয়ে দুপুর আড়াইটার দিকে দেশের পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় দফায় সভায় বসবেন সিইসি। সেখানে ভোটের দিন এবং এর আগের ও পরের আইনশৃঙ্খলা রক্ষার বাস্তবমুখী চ্যালেঞ্জগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে।
গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভায় সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ সচিবগণ উপস্থিত থাকবেন। রাজনৈতিক প্রেক্ষাপট ও জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন চাচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ উপহার দিতে, যেখানে প্রতিটি বাহিনীর মধ্যে সমন্বয় যেন থাকে নিখুঁত। মূলত এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দেশের নিরাপত্তা চাদর ঠিক কতটা নিশ্ছিদ্র হবে।







