ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি: নাকুরায় আলোচনা, নিরস্ত্রীকরণে চাপ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২০২৪ নভেম্বরের যুদ্ধবিরতি মনিটরিং কমিটির ১৫তম বৈঠক হয়েছে দক্ষিণ লেবাননের নাকুরায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে চাপ বাড়াচ্ছে।

বৈঠকে সামরিক প্রতিনিধিরা লিটানি নদীর দক্ষিণে নিরাপত্তা নিশ্চিত করতে লেবানিজ সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তায় একমত হন। বেসামরিক প্রতিনিধিরা বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে জোর দেন।

যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, “দীর্ঘস্থায়ী শান্তির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি অপরিহার্য।”

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠক হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও সীমান্তে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।

তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, ইসরায়েল অধিকৃত ভূমি ছাড়া ও হামলা বন্ধ না করলে অস্ত্র সমর্পণ অসম্ভব। যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়েছেন। পরবর্তী বৈঠক ৭ জানুয়ারি। প্যারিসে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-সৌদি আরবের সম্মেলনে লেবানিজ সেনাবাহিনীকে সহায়তার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্লেষক পল সালেম বলেন, বৈঠক এখনো সীমিত, কিন্তু ভবিষ্যতে পূর্ণ শান্তিতে রূপ নিতে পারে।

সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top