জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক ব্রিফিংয়ে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই অকুতোভয় যোদ্ধার শারীরিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিকভাবে নজর রাখা হচ্ছে। হাদির অসুস্থতা ও বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর সরকারও।
আজ বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখে আসেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এরপর বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ফোনালাপে ড. ভিভিয়ান জানান যে, হাদির বর্তমান অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাঁর জীবন রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দেশের এই ক্রান্তিলগ্নে শরিফ ওসমান হাদির মতো একজন সম্মুখসারির যোদ্ধার এমন সংকটাপন্ন সংবাদে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হাদির দ্রুত আরোগ্য কামনায় সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও প্রার্থনা করার বিশেষ অনুরোধ জানিয়েছেন। জুলাই আন্দোলনের স্মৃতি ও হাদির অকুতোভয় সংগ্রামের কথা স্মরণ করে গোটা জাতি এখন তাঁর ফিরে আসার প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছে।







