নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ শরিকরা। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে বৈঠক অসমাপ্ত রেখে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসেন।
সূত্র জানায়, সাইফুল হক ঢাকা-৮ বা ঢাকা-১২ আসন চেয়েছিলেন। কিন্তু দুটিতেই বিএনপি মির্জা আব্বাস ও সাইফুল আলম নীরবকে মনোনয়ন দিয়েছে। বিশেষ করে ঢাকা-১২-এ নীরবকে মনোনয়ন দেওয়া নিয়ে জোটে ব্যাপ বড় ধরনের অসন্তোষ রয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, “যদি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের মূল্যায়ন না করে, তাহলে জনগণের কাছে নেতিবাচক বার্তা যাবে।”
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সৈয়দ এহসানুল হুদা সংবাদ সম্মেলন স্থগিত করেছেন।
বুধবার বিকালে নাগরিক ঐক্য কার্যালয়ে শরিকদের ব১২-দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিবর্তন ও নেজামে ইসলামের নেতারা বৈঠক করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আলোচনা চলছে। চূড়ান্ত হয়নি।”







