অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম।
বুধবার দুপুরে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আসিফ মাহমুদ বিকালে সংবাদ সম্মেলনে বলেন, “আমি নির্বাচনে অংশ নেব। কোন দল বা আসন থেকে—পরে জানাব। কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাবে।”
জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ ও মাহফুজ অন্তর্বর্তী সরকারের শুরু থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর এই দুজনের বিদায় সরকারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।







