বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান ও ভাই শামীম এস্কান্দার তাঁকে স্বাগত জানান।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা চলছে।

প্রধান উপদেষ্টা পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।”

সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) খলিলুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top