পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী এই নেতার ছেলে কাসিম খান ‘বাবা জীবিত আছেন’ প্রমাণ চেয়ে আন্দোলন শুরু করেছেন।
৭২ বছর বয়সী ইমরান খানের মৃত্যু যদি সত্য হয়, তাহলে এটি হবে এক কিংবদন্তির করুণ পরিসমাপ্তি। ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা—তাঁর জীবন ছিল স্বপ্ন ও সংগ্রামের মিশ্রণ।
লাহোরে সম্ভ্রান্ত পশতুন পরিবারে জন্ম নেওয়া ইমরান অক্সফোর্ডে পড়াশোনা করে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। ১৯৯২ সালে বিশ্বকাপ জয় তাঁকে পাকিস্তানের জাতীয় বীর বানায়। ক্রিকেট ছেড়ে তিনি গড়ে তোলেন শওকত খানুম ক্যানসার হাসপাতাল—যা লাখো মানুষের জীবন বাঁচিয়েছে।
১৯৯৬ সালে পিটিআই গঠন করে রাজনীতিতে আসেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী হয়ে ‘নয়া পাকিস্তান’ গড়ার স্বপ্ন দেখান। কিন্তু সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাতে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে একের পর এক মামলায় বন্দী।
ইমরানের মৃত্যুর গুজব নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই নীরবতা আরও রহস্য বাড়িয়েছে।
পিপলস নিউজ পাকিস্তানের এই সংকটময় মুহূর্তে সত্য তথ্যের সন্ধানে আছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স







