সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলন ২০২৫: ৭ দফা দাবিতে গর্জে উঠলেন আলেম সমাজ

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ‘সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলন ২০২৫’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ইমাম–খতিব, মুয়াজ্জিন ও আলেম–ওলামার উপস্থিতিতে এ সম্মেলন থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “ইমাম–খতিবরা আমাদের সমাজের আলোকবর্তিকা। তাদের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই দায়িত্ব পালন করবে।”

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “ইমাম–খতিবদের দাবি জাতির দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “ইমাম–খতিবরা সমাজের বিবেক। তাদের অধিকার প্রতিষ্ঠা না হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়।”

৭ দফা দাবি:
১. রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধর্মের অধিকার সংরক্ষণ।
২. জেলা–উপজেলা–ইউনিয়নের আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাম আদালতে ইমাম–খতিবদের সম্পৃক্তকরণ।
৩. সব মসজিদ–মাদ্রাসার বিদ্যুৎ বিল ডি-ট্যারিফে এবং পানি বিল ৫০% মওকুফ।
৪. ইমাম–খতিবদের জন্য পৃথক চাকরি বিধি এবং মসজিদ কমিটিতে পদাধিকারবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব।
৫. সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো আলেমকে গ্রেপ্তার বা হয়রানি না করা।
৬. সরকারি মসজিদ, স্কুল–কলেজের ধর্মীয় শিক্ষক ও কাজি পদে দাওরায়ে হাদিসধারীদের অগ্রাধিকার।
৭. ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা শরিয়াহসম্মত করা এবং পাঠ্যপুস্তক প্রণয়নে আলেমদের সম্পৃক্তকরণ।

সভাপতিত্ব করেন মাওলানা মুহিব্বুল্লাহ বাকী। পরিচালনা করেন মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরিফুল্লাহ।

সম্মেলনে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর হক, মাওলানা আব্দুল কুদ্দুস, শাহ আবু নছর নেছারুদ্দীন, মাওলানা আব্দুল হাই নদভী, ড. খলিলুর রহমান মাদানী, মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top