বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “মেডিকেল বোর্ডের পরামর্শমতো কয়েকটি পরীক্ষার জন্য তাঁকে কেবিনে রাখা হয়েছে। রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। গত ১৫ অক্টোবরও একদিনের স্বাস্থ্য পরীক্ষায় এই হাসপাতালে ভর্তি হন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top