বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আলোকে ভারত আইনগতভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে নয়াদিল্লির উচিত বিলম্ব না করে এই দায়িত্ব পালন করা।
শনিবার ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর এক অধিবেশনে তিনি বলেন, “যদি বাংলাদেশ কোনো দণ্ডিত ভারতীয় নাগরিককে আশ্রয় দিয়ে ফেরত না পাঠায়, তাহলে ভারত কী করত? একই নিয়মুনা এখানেও প্রযোজ্য। আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চললে ভারতের কোনো বিকল্প নেই।”
তিনি জোর দিয়ে বলেন, “এই বিচার পুরোপুরি আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে। বিশ্বের যেকোনো আদালতে একই রায় হতো। এটি শুধু বাংলাদেশের ন্যায়বিচার নয়, গোটা অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত।”
গত ১৭ নভেম্বর জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের পর বাংলাদেশ ভারতের কাছে তাদের প্রত্যর্পণ দাবি করে।







