জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুজনেই এখন সাজাপ্রাপ্ত আসামি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের প্রতি দায়িত দায়িত্ব রয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার। আমরা সেই দায়িত্ব স্মরণ করিয়ে চিঠি দিচ্ছি। পাশাপাশি আইসিসিতে যাওয়ার আইনি সুযোগ আছে কি না—অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত:
আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, “এটি আগামী সংসদ ভেঙে যাওয়ার পর কার্যকর হবে। বর্তমানে সংসদ না থাকায় এখনই প্রযোজ্য নয়।”
গণভোটের জন্য আইন প্রণয়নের বিষয়ে তিনি জানান, আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ জারি হতে পারে।







