বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২০ নভেম্বর জন্মদিন উপলক্ষে কেক কাটা, মিষ্টি বিতরণ, পোস্টার-ব্যানার, আলোচনা সভা কিংবা যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ কর্মসূচি পালন করা থেকে নেতাকর্মীদের কঠোরভাবে নিষেধ করেছে দলের হাইকমান্ড।
মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তারেক রহমানের জন্মদিনে কোনো উৎসবমুখর কর্মসূচি গ্রহণ করা যাবে না।”
ঢাকা মহানগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে এ নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যেকোনো ধরনের লঙ্ঘনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, তারেক রহমান নিজেই লন্ডন থেকে এ ধরনের নির্দেশনা পাঠিয়েছেন। তিনি চান না দেশের এই ক্রান্তিলগ্নে তার জন্মদিনকে কেন্দ্র করে কোনো আনন্দ-উৎসব হোক।







