শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ইন্টারপোলে নতুন রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু

জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে পূর্বের গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে ‘কনভিকশন ওয়ারেন্ট’ (সাজা কার্যকরের পরোয়ানা) ভিত্তিক নতুন রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী মনোয়ার হোসেন তামিম মঙ্গলবার জানান, রায়ের সার্টিফাইড কপি শিগগিরই ঢাকার জেলা প্রশাসক (যিনি একই সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে যাতে রায় কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।

তিনি বলেন, “রায়ের শেষ অনুচ্ছেদেই স্পষ্ট নির্দেশ আছে—একটি সার্টিফাইড কপি প্রসিকিউশন, একটি উপস্থিত আসামির জন্য এবং পলাতক আসামিরা ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে তারাও বিনামূল্যে কপি পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ—আরেকটি কপি ঢাকার জেলা প্রশাসকের কাছে ‘ফ্ক কমপ্লায়েন্স’ বা রায় কার্যকরের জন্য পাঠাতে হবে। এটাই এখন আমাদের পরবর্তী পদক্ষেপ।”

পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নতুন আবেদনের বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন, “আগের রেড নোটিশ গ্রেপ্তারি পরোয়ানাভিত্তিক ছিল। এখন আমরা সেটি মডিফাই করে ‘কনভিকশন ওয়ারেন্ট’ যুক্ত করে নতুন করে আবেদন করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।”

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এখনো সেখানেই অবস্থান করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top