বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আওয়ামী লীগবিরোধী শক্তিগুলোর ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। বুধবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “রাজধানীতে সাম্প্রতিক আগুন-সন্ত্রাস ফ্যাসিবাদবিরোধীদের জন্য সতর্কসংকেত।”
কোনো দলের নাম না নিয়ে তিনি যোগ করেন, কিছু শক্তি ফ্যাসিবাদের ছাতা থেকে বেরিয়ে এখন পলাতক স্বৈরাচারকে আশ্রয় দিচ্ছে কি না, তা ভাবার সময়। গণভোটের দাবি নির্বাচনকে জটিল করে পুরনো শক্তির পুনর্বাসনের পথ খুলে দিতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারির নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “জনগণের জবাবদিহি সরকার প্রতিষ্ঠাই লক্ষ্য হওয়া উচিত।”
সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন, অলি আহমদ, মাহবুব উল্লাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। অন্যদল থেকে মোস্তফা জামাল হায়দার, সুব্রত চৌধুরী, এহসানুল মাহবুব জুবায়ের, ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সাইফুল হক, রাশেদ খান উপস্থিত ছিলেন।







