ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশন এলাকায় একটি বিয়ারিং প্যাড ওপর থেকে পড়ে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে এর আগেও প্রশ্ন উঠলেও, এই দুর্ঘটনাটি নিরাপত্তা ইস্যুটিকে আরও জোরালো করল।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল যখন চলছিল, তখন হঠাৎ করেই ওপর থেকে একটি বিয়ারিং প্যাড তার মাথায় পড়ে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, “আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।”

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক তথ্য: পূর্বের ঘটনা ও বিয়ারিং প্যাডের ভূমিকা

 

  • পূর্বের দুর্ঘটনা: এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।
  • বিয়ারিং প্যাড: উল্লেখ্য, বিয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমার দিয়ে তৈরি উপাদান, যা মেট্রোরেলের পিয়ার (Pillar) ও ভায়াডাক্টের (Viaduct) সংযোগস্থলে বসানো হয়। এর মূল কাজ হলো কাঠামোর মধ্যে স্থিতিস্থাপকতা বজায় রাখা এবং কম্পন শোষণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top