ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশের তিনটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবি’র জন্য মোট ২,২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জনবল বৃদ্ধি ও পদের বিন্যাস
বিজিবি’র সূত্র মতে, তিনটি ব্যাটালিয়নে ৭৪২ জন করে মোট ২,২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য ৩২টি পদসহ সর্বমোট ২,২৫৮টি নতুন পদ তৈরি করা হয়েছে। বর্তমানে বিজিবি’র মোট জনবল রয়েছে ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জন।
সৃষ্ট নতুন পদগুলোর মধ্যে রয়েছে—পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সুবেদার মেজর তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি এবং সৈনিক পর্যায়ে (সিপাহি) সর্বাধিক ১ হাজার ২২১টি পদ।
প্রশাসনিক নির্দেশনা ও শর্তসমূহ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন সৃষ্ট পদগুলো অবশ্যই অর্থ বিভাগের মঞ্জুরি সাপেক্ষে কার্যকর হবে। এছাড়াও, যে পদগুলো বর্তমানে নিয়োগবিধিতে নেই, সেগুলোকে দ্রুত নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে, ইলেকট্রিশিয়ান, ট্রেইলার, বাবুর্চি, মালি ও পরিচ্ছন্নতাকর্মীর মতো বিভিন্ন সেবা কার্যক্রমে আউটসোর্সিং নীতিমালা অনুসরণ করা হবে। এই বিষয়ে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। বিজিবি’র জনবল ও কার্যক্ষমতা বাড়ানো এবং দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাই নতুন ব্যাটালিয়ন গঠনের মূল লক্ষ্য।







