লস অ্যাঞ্জেলেসের ইমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের সিনেমার ইতিহাস: গোলাম রাব্বানীর ‘নিশি’ বিশ্বের সেরা ৩টি স্টুডেন্ট ফিল্মের একটি

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক বিশাল অর্জন হিসেবে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (EMA) অ্যাওয়ার্ডে মনোনয়ন লাভ করেছে। এই মনোনয়নের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসে প্রথমবার ইমা অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে স্থান করে নিল।

পরিবেশ সংকট ও বাল্যবিবাহের গল্প

গোলাম রাব্বানী নির্মিত এই ছবিটি পরিবেশগত সংকট ও সামাজিক কুপ্রথার এক মর্মান্তিক মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে। এর গল্পে দেখা যায়, একটি চা শ্রমিকের কন্যা নিশি’র পড়ালেখা বন্ধ হয়ে যায় তীব্র পানি সংকটের কারণে। এই সুযোগে কাঠ ব্যবসায়ী লালচাঁন বাড়িতে টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়।

ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, এই মনোনয়ন পাওয়ার ফলে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান করে নিয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয়।

আন্তর্জাতিক মান ও নির্মাণশৈলী

ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় ছবিটি নির্মিত হয়। সিলেটের একটি চা বাগানের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে এবং এতে অভিনয় করেছেন প্রত্যেকেই সেই চা বাগানের শ্রমিক।

পরিচালক গোলাম রাব্বানী জানান, ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে। বর্তমানে ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও এর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’‘আনটাং’ চলচ্চিত্রও আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top