ক্রিকেটের বিস্তার এবার মাদ্রাসায়: ১০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবি সভাপতির

নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বোর্ড সভার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজের পাশাপাশি এবার মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

‘লাখ লাখ ছাত্র’ থেকেই আসবে নতুন প্রতিভা: বুলবুল

বিসিবি সভাপতি মাদ্রাসার শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে আসার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, আমরা সেই ব্যবস্থা করছি।” তিনি মনে করেন, ক্রিকেটের জন্য প্রয়োজনীয় প্রতিভাকে কাজে লাগাতে এই বিশাল সংখ্যক ছাত্রগোষ্ঠীকে ক্রিকেটের আওতায় নিয়ে আসা জরুরি।

সময়সূচিও বিশেষ: আসর থেকে মাগরিবের মধ্যে হতে পারে খেলা

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা হবে, তার একটি ধারণাও দিয়েছেন বিসিবি সভাপতি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিস্তারিত আলোচনা এখনও চূড়ান্ত না হলেও এটি একটি ছোট ফরম্যাটের টুর্নামেন্ট হবে। জানা গেছে, প্রাথমিকভাবে ১০ ওভারের ক্রিকেট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ছাত্রদের সময় ও সুবিধার কথা মাথায় রেখে এই টুর্নামেন্টের আয়োজন আসর থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে করার উদ্দেশ্য রয়েছে। এই কৌশলগত সময়সূচি এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছে বিসিবি।

মঙ্গলবার দুপুরে বিসিবির প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। এর পরপরই সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই নতুন পরিকল্পনার কথা জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top