যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিজয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। দেড় যুগের বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করলেও, তিনি জানিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্রুতই দেশে ফিরবেন।
‘এককভাবে সরকার গঠনের অবস্থানে বিএনপি, দেশে ফেরার সময় সন্নিকটে’
তারেক রহমান সাক্ষাৎকারে দৃঢ়ভাবে বলেন যে, বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে। তিনি মনে করেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না, যতক্ষণ না দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি, আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে।”
নির্বাচনী জয়ের বিষয়ে তিনি নিশ্চিত:
“আমরা নিশ্চিতভাবে জিতব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি।”
পররাষ্ট্রনীতিতে ‘বাংলাদেশ ফার্স্ট’: ভারতের সঙ্গে নতুন শুরুর আহ্বান
তারেক রহমান আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি ‘সবকিছুর আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন বলে জানান।
তিনি বলেন, ঐতিহাসিকভাবে শেখ হাসিনাকে সমর্থন যুগিয়ে আসা ভারতের সঙ্গে বাংলাদেশের এত দিনের সম্পর্ক ছিল ‘একপাক্ষিক’। এই সম্পর্ককে নতুনভাবে শুরু করার কথা বলেছেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমস উল্লেখ করেছে, নতুন সরকারকে ভঙ্গুর অর্থনীতি এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনমন মোকাবিলা করতে হবে।
ই-কমার্স হাব ও দুর্নীতির অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি
দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার পরিকল্পনা অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানির বাইরে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে বাংলাদেশ আমাজন, ই বে ও আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য ‘সরবরাহ কেন্দ্র’ (supply hub) হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে।
এছাড়াও, তিনি অঙ্গীকার করেছেন যে, নির্বাচিত হলে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের শুরু করা শত শত কোটি ডলার উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখবেন, যা শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
‘প্রতিহিংসার চক্র ভাঙব’, আওয়ামী লীগের নির্বাচন ভাগ্য মামলার ওপর নির্ভরশীল
তারেক রহমান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দাবির সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত, যার মধ্যে গত বছরের অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলটিও রয়েছে। তিনি তাদের রাজনীতিতে স্বাগত জানাবেন।
তবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না, এ বিষয়ে তিনি স্পষ্ট জবাব দেননি। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেছেন, “যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশ নেবে?”
অন্যদিকে, তারেক রহমান অঙ্গীকার করেছেন, নতুন বিএনপি সরকার প্রতিহিংসার বৃত্ত ভেঙে দেবে। এ প্রসঙ্গে তিনি গত বছরের আগস্ট থেকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের প্রায় সাত হাজার সদস্যের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার বা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।