জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য চূড়ান্তের পথে: জনগণের সম্মতি নিতে ‘গণভোটে’ একমত রাজনৈতিক দলগুলো

দীর্ঘ আলোচনার পর ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের লক্ষ্যে সনদটি নিয়ে গণভোটের বিষয়ে দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঐকমত্য ও ১৫ অক্টোবরের সময়সীমা

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি অভিন্ন জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ সাফল্য।”

তিনি আরও জানান, এই বিষয়ে চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে একটি মীমাংসায় আসার বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিশ্চিত করা হয়েছে।

কমিশনের সহসভাপতি উল্লেখ করেন, ইতোপূর্বে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিষয়ে যে আলোচনা হয়েছিল, অনেকে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। এই নমনীয়তার জন্য তিনি দলগুলোকে ধন্যবাদ জানান।

গণভোট ও সনদ স্বাক্ষরকারীর তালিকা

অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে তিন-চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে। তবে অনেকে এখনো নাম দেননি এবং তিনি দ্রুত নাম জমা দেওয়ার অনুরোধ করেছেন। গণভোটে একমত হওয়ার মাধ্যমে দলগুলো এটি নিশ্চিত করেছে যে, সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি সমর্থন অপরিহার্য।

আগামী দু’একদিনের মধ্যে বিশেষজ্ঞরা কমিশনকে আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে বৈঠকে বসবেন বলেও তিনি জানান।

এদিনের আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top