নিজের বদলে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় পৌঁছে বিপাকে বিমানের পাইলট

ভুলবশত নিজের পাসপোর্টের পরিবর্তে মায়ের পাসপোর্ট নিয়ে উড়োজাহাজ চালিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিপাকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট। মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনে তার এই ভুল ধরা পড়ে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমান সূত্রে জানা যায়, ক্যাপ্টেন মুনতাসির নামে ওই পাইলট একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছান। ইমিগ্রেশন পার হওয়ার সময় তার কাছে বৈধ পাসপোর্ট না থাকায় সেখানকার কর্মকর্তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার সকালে জেদ্দায় বিমানের স্থানীয় কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এরপর তার সঠিক পাসপোর্ট ঢাকা থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “পাইলট মুনতাসির ভুল করে নিজের পাসপোর্টের বদলে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে।”

তিনি আরও বলেন, “পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তাকে আমাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ক্যাপ্টেন মুনতাসির বর্তমানে জেদ্দার একটি হোটেলে অবস্থান করছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top