ডাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে সাদিক, ফরহাদ ও মহিউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে শীর্ষ তিনটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস (সাধারণ সম্পাদক) পদে এস এম ফরহাদ এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন। কেবল এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

শীর্ষ পদে প্রার্থীদের ভোটের চিত্র

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খানের ৫ হাজার ৬৫৮ ভোটের চেয়ে অনেক বেশি। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট এবং উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম (ছাত্রদল) পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদেও একই জোটের মহিউদ্দিন খান ৯ হাজার ৫০১ ভোট পেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ, যিনি পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট।

হলভিত্তিক ফলাফলের সারসংক্ষেপ

প্রাপ্ত হলভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের জয় প্রায় সকল ছাত্র ও ছাত্রী হলে সুপ্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে রোকেয়া হল, শামসুন্নাহার হল, মুহসীন হল, এ এফ রহমান হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সাদিক ও ফরহাদ বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তবে ব্যতিক্রম হিসেবে জগন্নাথ হলে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে ছিলেন। সামগ্রিকভাবে সব কেন্দ্রের ফল যোগ করলে শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরাই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top