বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সরকারের অবস্থান
পররাষ্ট্র উপদেষ্টা বলেন—
“তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের বিষয়। যদি তার ট্রাভেল ডকুমেন্ট বা অন্য কোনো কাগজপত্র সংক্রান্ত সমস্যা থাকে, সরকার সমাধান করবে।”
তিনি আরও জানান,
“তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা আমার জানা নেই। তবে তিনি যখন দেশে ফিরতে চাইবেন, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটি প্রয়োজন হবে, সরকার অবশ্যই প্রদান করবে।”
সরকারের উদ্যোগ প্রসঙ্গে
সরকার নিজ থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন,
“আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, তখন সরকার সবধরনের সহায়তা দেবে।”
শেখ হাসিনা ইস্যুতে ভারতকে চিঠি
এ সময় সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান—
“ভারতকে একটি চিঠি দিয়েছিলাম। এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। যদি নতুন করে দেওয়া হয়, সাংবাদিকরা অবশ্যই জানবেন।”