আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় রাজসাক্ষী হলেন সাবেক এসআই শেখ আবজালুল হক

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ আবজালুল হকের আবেদন গ্রহণ করেন। প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, আসামি ঘটনার পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করার শর্তে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে হাজতে রাখা হবে এবং প্রয়োজনীয় সময়ে সাক্ষ্য দিতে হবে।

এই মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার আটজন। আবজালুল হক প্রথম রাজসাক্ষী যিনি দোষ স্বীকার করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

গত বছর গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও রাজসাক্ষী হয়েছিলেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আসামি হিসেবে রয়েছে, তবে তারা পলাতক।

আশুলিয়া ঘটনায় অভিযোগ রয়েছে যে গত বছর গণ-অভ্যুত্থানের সময় ছয় ব্যক্তিকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়। মানবতাবিরোধী অপরাধ হিসেবে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top