ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এ উদ্দেশ্যে সেখানে অস্থায়ীভাবে তাঁবুতে আশ্রয় দেওয়ার প্রস্তুতি চলছে। তবে গাজার কোন কোন এলাকা থেকে এ “পুনর্বাসন” কার্যক্রম চালানো হবে, তা এখনো স্পষ্ট করেনি সেনারা।
আজকের হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ১,৭৬০ জন ফিলিস্তিনি শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। আগস্টের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় এই সংখ্যা কয়েক শতাধিক বেড়েছে।
এর পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টির কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে গাজার ভয়াবহ খাদ্য সংকটে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে।
ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ২৭৫ জন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে প্রায় ১,১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে আটক করে নিয়ে যাওয়া হয়।
সূত্র- আলজাজিরা