একনেক সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৫টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৩টি প্রকল্পের।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে বাপবিবো’র শিল্পাঞ্চলগুলোতে ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্র আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প এবং শিল্প মন্ত্রণালয়ের বিএমআর অব কেরু অ্যান্ড কোং লিমিটেড প্রকল্প।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন পায়।

একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে—ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের তৃতীয় সংশোধন এবং বান্দরবান জেলা ও পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্পও সভায় অনুমোদিত হয়েছে।

এছাড়া উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় পর্যায় প্রকল্পের সংশোধিত প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top