৩৩টি বাণিজ্যিক ব্যাংকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহের অনুমোদন দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়

হজ কার্যক্রমে অংশ নিতে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহের অনুমোদন দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার দেশের মোট ৩৩টি বাণিজ্যিক ব্যাংক এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে।

বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে। অনুমোদনপ্রাপ্ত ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক, পূবালী, আল-আরফাহ ইসলামী, ইউনাইটেড কমার্শিয়াল, ইউনিয়ন, এক্সিম, এনসিসি, এনআরবি, ওয়ান ব্যাংক, ট্রাস্ট, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা, ন্যাশনাল, প্রাইম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, যমুনা, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স, সাউথইস্ট, সোশ্যাল ইসলামী, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার এবং শাহাজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-নিবন্ধনের অর্থ সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা দিতে হবে। এ ছাড়া হজযাত্রীদের বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না। প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ কেবল এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবেই জমা থাকবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অন্য কোনো খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না।

‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ যথাযথভাবে মানার জন্য ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top