গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে অবস্থিত একটি মিডিয়া টেন্টে ইসরাইলি লক্ষ্যভিত্তিক হামলায় আল জাজিরার ৫ জন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সংবাদদাতা আনাস আল-শারিফ, মোহাম্মদ কুরাইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং তাদের সহকারী মোহাম্মদ নুফাল।

ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে একটি বিবৃতিতে দাবি করেছে, আল-শারিফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিট নেতৃত্ব দিতেন। আল জাজিরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধের সর্বশেষ পরিসংখ্যান:
– গাজায় মৃতের সংখ্যা: ৬১,৪৩০ জন (ইসরাইলি হামলায়)
– আহত: ১,৫৩,২১৩ জন
– ইসরাইলে প্রাণহানি: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,১৩৯ জন নিহত ও ২০০-এর বেশি জিম্মি

এই হামলা সংবাদমাধ্যমের ওপর ইসরাইলের ক্রমাগত আক্রমণেরই ধারাবাহিকতা। গাজায় চলমান সংঘাতে এ পর্যন্ত ১৪০-এর বেশি সাংবাদিক ও মিডিয়া কর্মী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

আল জাজিরার প্রতিক্রিয়া:
“আমাদের সহকর্মীদের হত্যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। বিশ্ব এই নৃশংসতা বন্ধের দাবি জানাক,” বলেছে সংবাদমাধ্যমটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, হাসপাতালে জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top