গাজায় লাগাতার বোমা হামলা এবং ব্যাপক বাস্তুচ্যুতির কারণে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্স গত ২৪ ঘণ্টায় জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে শত শত রোগীকে চিকিৎসা দিয়েছে।
হাসপাতালে রোগীর চাপ ও হতাহতের সংখ্যা
হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে জানিয়েছে, এই ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৩৮ জন রোগী চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর পরই মারা গেছেন, অন্যদিকে আরও ১৩২ জন আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের কেন্দ্রীয় জরুরি বিভাগে ৫৮১ জন রোগী এসেছেন, বহির্বিভাগে ৭৪১ জন এবং রোগীর অতিরিক্ত চাপ সামলাতে স্থাপন করা অভ্যন্তরীণ মেডিসিন তাঁবুতে ২৫০ জন রোগী দেখা হয়েছে। সব মিলিয়ে, ১৬৬ জন রোগীকে অধিকতর চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
চরম চাপের মুখে চিকিৎসা কর্মীরা
চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, তারা চরম চাপের মধ্যে কাজ করছেন, যেখানে সরঞ্জামের তীব্র সংকট, ওয়ার্ডগুলোতে অতিরিক্ত রোগীর ভিড় এবং বিশেষজ্ঞ চিকিৎসার সীমিত সুযোগ রয়েছে। এই পরিস্থিতি গাজার বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সূত্র- আলজাজিরা