”গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”; তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনকে দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে বিশেষভাবে নারী সমাজকে সতর্ক থাকতে হবে। আমি সমগ্র বাংলাদেশের নারীদেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই।”

তিনি আরও যোগ করেন, “গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী-পুরুষ, শিশু, সব ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top