চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ফিরে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমান সংস্থার কর্মকর্তারা জানান, ফ্লাইট নম্বর বিজি-১৪৮ সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে এটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় রওনা দেয়। কিন্তু উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ অবস্থায় পাইলট সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিমানটি চট্টগ্রামে ফিরিয়ে আনেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল নিশ্চিত করেছেন, ফ্লাইটটিতে মোট ২৮৭ জন যাত্রী ছিলেন। সবাই সুস্থ ও নিরাপদ আছেন। বর্তমানে বিমানটি বিমানবন্দরের বে নম্বর ৮-এ রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দূর করে শিগগিরই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুনরায় উড্ডয়নের চেষ্টা করা হবে। এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি।