ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত:
মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২৬ জন ত্রাণপ্রার্থী ছিলেন। এর একদিন আগেই ইসরায়েলি ট্যাংক প্রথমবারের মতো দির আল-বালাহ-এর দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রবেশ করে। এসব হামলা চলমান সংঘাতের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলেছে।
যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক চাপ:
২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনার গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, গাজার মানুষের দুর্ভোগ “নতুন গভীরতায় পৌঁছেছে।” আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে, কারণ মানবিক সংকট এখন চরম আকার ধারণ করেছে।
গাজায় হতাহতের সর্বশেষ পরিসংখ্যান:
অক্টোবর ৭, ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫৯,১০৬ জন নিহত এবং ১,৪২,৫১১ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল।