ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিমান দুর্ঘটনায় প্রাণহানি এবং পরীক্ষা স্থগিত নিয়ে সরকারের আচরণে ক্ষুব্ধ হয়ে তারা শিক্ষা উপদেষ্টা সি আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন।
প্রথমে তিন নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এক পর্যায়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয় এলাকায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ার শব্দ শোনা যায়।
সচিবালয়ের ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এরপর পুলিশ ও সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের বাইরে বের করে দেন। বাইরে আসার পরও কিছু সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি চলতে থাকে।
এইচএসসি পরীক্ষার্থীরা দাবি করেন, উত্তরা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যে শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে, সেই ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ করা হয়নি। একইসঙ্গে আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা ভোররাতে আসায় তারা ক্ষুব্ধ হন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা বলেন, এটি অনেক দেরিতে দেওয়া হয়েছে। তাই তারা সকাল থেকেই সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।