গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর চারদিন ধরে জারি থাকা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা আর বলবৎ থাকবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যারা সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১৬ জুলাই গোপালগঞ্জ সদরে এনসিপির সমাবেশের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে চারজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইদিন রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়।
সহিংসতার ঘটনায় ইতোমধ্যে চারটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলছে।
গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলেও নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও উত্তেজনার আবহ রয়ে গেছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।