মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার পর এক ম্যাচে গোলশূন্য ছিলেন লিওনেল মেসি। তবে বিশ্ব ফুটবলের এই তারকাকে কখনই অবমূল্যায়ন করা যায় না। এক ম্যাচ বিরতির পর তিনি আবারও জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ড ভেঙে দিলেন।
বাংলাদেশ সময় আজ ভোরে রেডবুল অ্যারেনায় এমএলএসে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ম্যাচ খেলে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসির জোড়া গোলের মাধ্যমে তিনি নন-পেনাল্টি গোলের হিসাবে রোনালদোর রেকর্ড ছাড়িয়ে গেছেন। মেসির ক্যারিয়ারের মোট ৮৭৪ গোলের মধ্যে ৭৬৪টি নন-পেনাল্টি গোল। অন্যদিকে রোনালদোর ৯৩৮ গোলের মধ্যে নন-পেনাল্টি গোল ৭৬৩টি। উল্লেখ্য, মেসি এই রেকর্ড গড়েছেন রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলে। মেসির এই রেকর্ড ভাঙার দিনে ইন্টার মায়ামি ৫-১ গোলে জয়লাভ করে।
ম্যাচের শুরুতে ১৪ মিনিটে নিউইয়র্ক রেডবুলসের ডিফেন্ডার আলেক্সান্ডার হ্যাক প্রথম গোল করেন। ১০ মিনিট পর ২৪ মিনিটে মেসির সুন্দর থ্রু বল রিসিভ করে জর্দি আলবা বাঁ পায়ের শটে গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপর মায়ামি গোলের পর গোল করতে থাকে। ২৭ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের শেষদিকে (স্টপেজ টাইমে) সেগোভিয়া আবারও গোল করে ম্যাচকে ৩-১ গোলে এগিয়ে নেন।
প্রথমার্ধে অ্যাসিস্ট করলেও মেসি গোল করতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে তিনি জোড়া গোল করে ম্যাচকে নিজের করে নেন। ৬০ মিনিটে সার্জিও বুসকেতসের থ্রু বল রিসিভ করে মেসি বাঁ পায়ের শটে গোল করেন। ৭৫ মিনিটে তিনি আরেকটি গোল করে নন-পেনাল্টি গোলে রোনালদোর রেকর্ড ভাঙেন।
৫-১ গোলের জয়ের পর ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হার নিয়ে তাদের পয়েন্ট ৪১। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ৪৮, তবে তারা ২৪ ম্যাচ খেলেছে। একই সংখ্যক ম্যাচ খেলে ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৭।