ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবেনিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মাধ্যমে আলবেনিজকে “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোর” এবং ইহুদিবিদ্বেষের অভিযোগ এনেছে। গাজায় ইসরায়েলের পদক্ষেপগুলো নথিভুক্ত করা এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (ICC) ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আহ্বান জানানোর পর এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হলো।
আলবেনিজ এই নিষেধাজ্ঞাগুলোকে “মাফিয়া-শৈলীর ভয় দেখানোর কৌশল” বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন যে, তার মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ করতে এবং এর জন্য দায়ীদের শাস্তি দিতে তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেওয়া।
ট্রাম্পের ফেব্রুয়ারির নির্বাহী আদেশ অনুসারে জারি করা এই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রে লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের সম্পদ জব্দ করবে এবং তাদের ও তাদের নিকটাত্মীয়দের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে।
মানবাধিকার সংস্থাগুলো, যেমন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখছে।
সূত্র- আল জাজিরা