ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার (৬ জুলাই) তেহরানে অনুষ্ঠিত শিয়া ধর্মীয় আনুষ্ঠান্য ‘আশুরা’ স্মরণে অনুষ্ঠিত এক মসজিদে অংশ নিয়ে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবার প্রকাশ্যে মুখ দেখিয়েছেন। ৮৬ বছর বয়সি তিনি ভিডিওতে হাত নেড়ে উপস্থিত জনতার প্রতি অভিবাদন জানিয়েছেন এবং মসজিদে প্রার্থনায় অংশ নিয়েছেন ।
যুদ্ধের সময় খামেনিকে নিরাপত্তা সতর্কতা হিসেবে বাংকারে রাখা হয়েছিল, কারণ তার উপর সম্ভাব্য আক্রমণের আশঙ্কা করা হচ্ছিল । আমেরিকা ও ইসরায়েল দুই দেশের পক্ষ থেকেও তাঁর অবস্থান নিয়ে নিয়মিত আলোচনা দেখা গেছে। বিশেষ করে আমেরিকা জানায় তারা জানে তিনি কোথায় আছেন, তবে এখনই তাঁকে লক্ষ্য করার পরিকল্পনা নেই ।
খামেনির আশুরা উদযাপন এবং জনসমক্ষে উপস্থিতি ইঙ্গিত দেয় যে যুদ্ধ-উত্তাপ কিছুটা সরিয়ে এখন তিনি পুনরায় দৃশ্যমান রাজনৈতিক নেতৃত্বে ফিরে এসেছেন। তবে দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা ও পারমাণবিক পর্যবেক্ষণ নিয়ে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। সূত্র- আলজাজিরা