আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

মরহুমা তাঁর একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ ও ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ঢাকার তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা বিষয়ের অধ্যাপনা করেছেন।

মরহুমার জানাজা আজ রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানীর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।

মাহমুদা বেগমের মৃত্যুতে শিক্ষা ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top