রাজনৈতিক সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ মঙ্গলবার (১১ জুন) আবার শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানানো হয়েছে কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আজকের আলোচ্যসূচি:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে:
-
আগের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করা
-
সংবিধানের ৭০ অনুচ্ছেদ
-
স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন
-
নারী প্রতিনিধিত্ব
-
-
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ)
-
প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া
আলোচনার শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বক্তব্য দেবেন। পুরো আলোচনা অনুষ্ঠানটি বিটিভি নিউজ সরাসরি সম্প্রচার করবে।
আলোচনার পটভূমি
জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, রাজনৈতিক সংস্কার নিয়ে সর্বদলীয় মতৈক্য তৈরির লক্ষ্যে। কমিশনের কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি এবং প্রথম আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয় ২০ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে।
এরপর ১৯ মে পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য
প্রথম দফার আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হলেও বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে। এসব বিষয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যেই দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় ২ জুন। ওই দিন তিনটি বিষয়ে আংশিক আলোচনা হয় এবং অধিবেশন মুলতবি করা হয়। আজ থেকে সেই মুলতবি বৈঠক ফের শুরু হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার আলোচনা চলবে। তবে ওই দুই দিনের আলোচ্যসূচি পরে জানানো হবে।