গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক;

গাজায় খাবারের সন্ধানে থাকা ৩৯ জনসহ নিহত ৬১: ইসরায়েলি হামলায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৯ জন ছিলেন খাদ্য সহায়তা সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় চিকিৎসা সূত্র।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েলি সেনাবাহিনী পরিকল্পিতভাবে গাজা উপত্যকায় বিশৃঙ্খলা তৈরি করছে, অনাহারের নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।”

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৪,৯৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৬,৯২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

গাজায় চলমান এই যুদ্ধ পরিস্থিতি এখন চরম মানবিক সংকটে রূপ নিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মহল।

সূত্র: আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top