আন্তর্জাতিক ডেস্ক;
গাজায় শিশু হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পোলিও টিকাদান কার্যক্রম বন্ধ
গাজা সিটির একটি শিশু হাসপাতাল লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানির পাশাপাশি বন্ধ হয়ে গেছে জরুরি পোলিও টিকাদান কার্যক্রম। বুধবার (২৩ এপ্রিল) সকালে এই হামলা চালানো হয় বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে হাসপাতালের আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাসেবা পুরোপুরি ব্যাহত হচ্ছে। বহু শিশু এবং নারীর চিকিৎসা চলছিল হাসপাতালটিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে গাজায় চলমান পোলিও টিকাদান কার্যক্রম স্থগিত করতে হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৬ লাখ শিশুকে পোলিও টিকা দেয়ার কথা ছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরণের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।