বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে খেলতে যাবে না—এই অবস্থানে পুরোপুরি অনড়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি আইসিসিকে আবারও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির উচ্চপর্যায়ের বৈঠক শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা দৃঢ়। আজ বা আগামীকালের মধ্যে আইসিসিকে চিঠি দেওয়া হবে।”
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও মর্যাদা—এ তিন বিষয়ে কোনো আপস নেই। আমরা বিশ্বকাপ খেলতে চাই। শ্রীলঙ্কায় খেলতে চাই। ভারতে খেলার পরিবেশ নেই।”
তিনি আইসিসির চিঠির তিনটি পয়েন্ট তুলে ধরেন: মুস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জাতীয় জার্সি পরা সমর্থকদের কারণে ঝুঁকি, এবং নির্বাচন এগোলে ঝুঁকি বাড়বে। এসবকে তিনি “অবাস্তব ও উদ্ভট” বলে আখ্যা দেন।
উপদেষ্টা আরও বলেন, “ভারতে চলমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ ও বাংলাদেশ-বিদ্বেষী ক্যাম্পেইনের কারণে সেখানে খেলা অসম্ভব। আইসিসি যদি সত্যিকারের গ্লোবাল সংস্থা হয়, তবে ভারতের কথায় নয়—নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে।”
বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদসহ অন্য পরিচালকরা।







